রাজিক হাসান

রাজিক হাসানের জন্ম ৯ আগস্ট ১৯৭৪, বাংলা ১৩৮১ শ্রাবণ মাসের শেষ সপ্তাহে। জন্মের আগের সাত দিনের অবিরাম বর্ষণে যখন পথঘাট জলে থইথই করছে এমন দিনের প্রত্যুষে তাঁর জন্ম হয় বগুড়া জেলার উত্তরে ফুলবাড়ী গ্রামে। মাতার নাম মাহমুদা রওশন আরা অতুল। পিতা আফতাব উদ্দিন আহমেদ বগুড়া জেলার একজন স্বনামধন্য আইনজীবী। স্ত্রী সাদিয়া আফরিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রে পড়ালেখা করেছেন। তিনিও একজন লেখিকা।

রাজিক হাসানের বেড়ে ওঠা বগুড়া শহরে। পড়াশোনা করেছেন বগুড়া প্রিক্যাডেট নার্সারি স্কুল, বগুড়া জিলা স্কুল, এবং বগুড়া ক্যান্ট. পাবলিক কলেজে। পরে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গমন। সেখানে তিনি আইন বিষয়ে পড়ালেখা করেন ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটিতে। প্রবাসজীবনে দীর্ঘদিন বিপণন প্রতিনিধি হিসেবে কাজ করেন ব্রিটিশ গ্যাস, লন্ডন ইলেকট্রিসিটি, ইউমি টিভি, ডোর টু ডোর মার্কেটিং কোম্পানির মতো মাল্টিন্যাশনাল কোম্পানিতে। পরবর্তী সময়ে বিজনেস কনসালট্যান্ট হিসেবে তিনি কাজ করেন ‘ডাইরেক্ট সেলস অ্যান্ড নেটওয়ার্কস’ এবং ‘কমপ্লিট ব্যাংকিং সল্যুশন’ নামে নিজ প্রতিষ্ঠানে। দীর্ঘ প্রবাসজীবনে বিচিত্র তাঁর অভিজ্ঞতা। দীর্ঘদিন কাজ করেছেন লন্ডন ‘বেতার বাংলা’ রেডিও স্টেশনে। বর্তমানে ইত্তেফাক পত্রিকার সাহিত্য সাময়িকীতে তিনি নিয়মিত লেখেন। এ ছাড়া জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের ওপিনিয়ন কলামিস্ট হিসেবে কাজ করছেন তিনি। এ পর্যন্ত তাঁর দুটি বই ‘ফেসবুক ফ্যান্টাসি’ ও ‘যুক্তি প্রেম জিজ্ঞাসা’ প্রকাশিত হয়েছে। পারিবারিক জীবনে রাজিক হাসান এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক।
রাজিক হাসান এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2025
  • Privacy Policy Terms of Use